চলে গেলেন শিক্ষাবিদ ও প্রফেসর নাজমা চৌধুরী 

চলে গেলেন শিক্ষাবিদ ও প্রফেসর নাজমা চৌধুরী 

ডেস্ক রিপোর্টার: সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রফেসর এমিরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
নাজমা চৌধুরী ১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি সিলেটে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা চৌধুরী ইমামুজ্জামান প্রকৌশলী ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৭ সালে নাজমা চৌধুরীকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। তিনি ২০০৮ সালে একুশে পদকে ভূষিত হন।

প্রফেসর নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমিরিটাস অধ্যাপক। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এছাড়া, প্রথিতযশা গবেষক প্রফেসর নাজমা চৌধুরী দেশের নারীশিক্ষার প্রসার ও নারী অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন।
তাঁর স্বামী সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী। ২০০৪ সালে তিনি মারা যান। নাজমা চৌধুরীর বড় মেয়ে লামিয়া চৌধুরী প্রবাসে থাকেন। ছোট মেয়ে বুশরা হাসিনা চৌধুরী ও তাঁর স্বামী মো. ওবায়দুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক।

জালালাবাদ এসোসিয়েশনের শোক: অধ্যাপক নাজমা চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. একে আব্দুল মুবিন,সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, ভবন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারী  আব্দুল কাইয়ূম চৌধুরী,শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড.মোহাম্মদ ফরাস উদ্দিন ও সেক্রেটারী জালাল আহমদ গভীর শোক জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।