চালু হচ্ছে ঢাকা-উজবেকিস্তান  ফ্লাইট, থাকছে সহজ শর্তে ভিসা 

চালু হচ্ছে ঢাকা-উজবেকিস্তান  ফ্লাইট, থাকছে সহজ শর্তে ভিসা 

রয়েল ভিউ ডেস্ক: বাণিজ্য সম্প্রসারণে উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা সুবিধা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে উজবেকিস্তান। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ভবনে মতবিনিময় সভায় এসব কথা জানান বাংলাদেশ সফররত উজবেকিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাখরোম আলয়েভ।
এসময় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, তুলা আমদানির বিপরীতে উজবেকিস্তানের কাছ থেকে বিনিয়োগ চাওয়া হয়েছে। 

উজবেকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও প্রবৃদ্ধির অংশীদার হিসেবে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, উচ্চপর্যায়ের সফর এবং অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাধ্যমে উভয় দেশই গতি পেয়েছে। ঢাকা-তাসখন্দ সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও আসিয়ান দেশগুলোর আঞ্চলিক প্রবেশদ্বার এবং এশিয়ার দুই জায়ান্ট ভারত ও চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। 

তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত সামুদ্রিক খাবার, প্লাস্টিক পণ্য, সিরামিক, পাট ও চামড়াজাত পণ্য, আইসিটি পণ্যের বড় বাজার হতে পারে উজবেকিস্তান। অথচ দু’দেশের মধ্যে সরাসরি কোনো ফ্লাইট নেই। নেই দূতাবাসও, জানান এফবিসিসিআই সভাপতি। 
আর এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেয়ার কথা জানান উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী।