চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে রোমানিয়া

চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে রোমানিয়া

রয়েল ভিউ ডেস্ক :
চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে রোমানিয়া। নির্মাণ, ওয়েল্ডিং ও হোটেল ম্যানেজমেন্টে দক্ষ বাংলাদেশিরাও সুযোগ পাবেন। ১৭ এপ্রিল (রোববার) থেকে রাজধানীর কাকরাইলে ৩ মাসের জন্য কনস্যুলেট অফিসও খুলেছে রোমানিয়া। ফলে এখন আর ভিসা নিতে ভারতের দিল্লি যেতে হবে না। দক্ষিণ পূর্ব ইউরোপের অনন্য সুন্দর একটি দেশ রোমানিয়া। নিজস্ব সংস্কৃতিতেও সমৃদ্ধ দেশটি।

গত ডিসেম্বরে বাংলাদেশ থেকে ৪০ হাজার কর্মী নেয়ার ঘোষণা দেয় রোমানিয়া। সম্প্রতি চুক্তিও হয়েছে দেশটির সাথে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অস্থায়ী কনস্যুলেট অফিস খুলেছে তারা। এখান থেকেই ভিসা নিতে পারবেন আগ্রহীরা। এখন থেকে আর দিল্লি যেতে হবে না।

এ বছর ৫ হাজার বাংলাদেশি কর্মী নেবে দেশটি। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে লাগবে ৫ থেকে ৮ লাখ টাকা। তবে যেতে হলে ইংরেজি জানতে হবে।

রোমানিয়ায় নির্মাণ খাত, কারখানা ও হোটেল ব্যবস্থাপনায় কাজ পাবে বিদেশিরা। দেশটির কনস্যুলেট জানিয়েছে, মাসে কমপক্ষে ৫০০ ডলার আয় করার সুযোগ রয়েছে।

রোমানিয়া কনস্যুলেটের কনস্যুলার মারিয়ান নিকোলায়ি স্টান বলেন, সর্বনিম্ন বেতন কত হবে তা ঠিক হবে কোম্পানি ও কর্মীর মধ্যে চুক্তির উপর। তবে তা ৫০০ ডলারের কম নয়। যারা যেতে চান তাদের ইংরেজি জানতে হবে, সাক্ষাৎকার বাংলায় নেয়া হবে না। আমাদের বিদেশি কর্মীর প্রয়োজন। শুধু বাংলাদেশ থেকে নয়, পাকিস্তান, নেপাল ও ভিয়েতনাম থেকেও নেয়া হচ্ছে।

সরাসরি সাক্ষাৎকার নেয়ায় দালালদের দৌরাত্ম কমবে বলে মনে করে কর্মসংস্থান ব্যুরো। তবে সেখান থেকে অন্য দেশে পালিয়ে না যাওয়ার পরামর্শ সংস্থাটির। গত ১৭ বছরে প্রায় ৫ হাজার বাংলাদেশি রোমানিয়ায় কাজ করতে গেছেন।