ছাতকে করোনা পরিস্থিতির অবনতি 

ছাতকে করোনা পরিস্থিতির অবনতি 

ছাতক সংবাদদাতা: ছাতকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে । এ উপজেলায় গত দু’দিনে ৮ জনের মৃত্যু ও ২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরপরও মানুষের মধ্যে স্বাস্থ্য বিধি মানার কোনো লক্ষণ চোখে পড়ছে না। 

জানা যায়, উপজেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানুষ কিছুটা হলেও আতঙ্কিত হওয়ার কথা ছিল। কিন্তু তা না করে অনেকেই করোনা আক্রান্ত ও মৃতের খবর গোপন রাখার চেষ্টা করছেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভাইরাস আরো বেশি সংক্রমিত হচ্ছে। গত দুইদিনে ছাতক শহরে একজন, নোয়ারাই ইউনিয়নে চাচা-ভাতিজাসহ ৪ জন, দোলারবাজারে একজন ও সিংচাপইড় ইউনিয়নে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
 
সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন তৎপর রয়েছে। লকডাউন কার্যকর করতে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলাসহ করা হচ্ছে জরিমানা। তারপরও লোকজন তাদের চোখ ফাঁকি দিয়ে হাটবাজারে কোন ধরনের স্বাস্থ্য বিধি না মেনে অবাধে ঘুরছেন। আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে। করোনায় আক্রান্তে লক্ষণ দেখা গেলেও করছেন না পরীক্ষা। আবার কোভিড আক্রান্তরা তথ্য গোপন করে অবাধে হাট বাজারে চলাফেরা করছেন এমন অভিযোগও উঠেছে। 
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। মাস্ক ছাড়া চলাফেরায় ঝুঁকি বাড়ছে। প্রত্যেকের উচিত নিজেকে সুরক্ষিত রাখা, তাহলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।  
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর রয়েছে। তিনি সবাইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।