ছাতকে কৃষক প্রশিক্ষণ কৃষি ও কৃষকের উন্নয়নে  সরকার খুবই আন্তরিক

ছাতকে কৃষক প্রশিক্ষণ কৃষি ও কৃষকের উন্নয়নে  সরকার খুবই আন্তরিক

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট অঞ্চলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত রোববার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুল আলম শুভ, উপসহকারী কৃষি কর্মকর্তা আলা উদ্দিন, হাজেরা বেগম, পিংকু সরকার, মোজাম্মেল হক ভুঁইয়া, পারভেজ, সোয়েব মাহমুদ, নোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদানকালে উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, কৃষি ও কৃষকের মান উন্নয়নে বর্তমান কৃষি বান্ধব সরকার খুবই আন্তরিক। জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য কৃষকদের শুধু ধান নয়, বিভিন্ন জাতের সবজি উৎপাদনেও মনোযোগি হতে হবে।