ছাতকে কৃষকদের মাঝে  ধান বীজ ও সার বিতরণ 

ছাতকে কৃষকদের মাঝে  ধান বীজ ও সার বিতরণ 

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে কৃষি বিভাগের উদ্যোগে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন। ছাতক পৌরসভাসহ উপজেলার সবক’টি ইউনিয়নের ১ হাজার জন কৃষককে ২০২১-২২ অর্থ বছরে ও ২০২২-২৩ অর্থ বছরে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার জন কৃষককে প্রতি বিঘা জমির জন্য প্রয়োজনীয় ধানবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। 

এছাড়া, শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্যে ছাতকের ২ হাজার ১শ' জন কৃষকের মাঝে প্রতি বিঘা জমির জন্য সমপরিমাণ ধান বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলা উদ্দিন, সুয়েবুর রহমান, মশিউর রহমান, আনিসুর রহমান, শাহ পারভেজ, ধন মিয়া ও জসিম উদ্দিন প্রমুখ।