ছাতকে দূর্গত এলাকা পরিদর্শন শেষে-মিজানুর রহমান চৌধুরী

ছাতক-দোয়ারাসহ সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা ঘোষনা করার দাবী

ছাতক-দোয়ারাসহ সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা ঘোষনা করার দাবী

ছাতক সংবাদদাতা:

ছাতকের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ছাতক প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, চরম খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে রয়েছে উপজেলার লক্ষাধিক পানিবন্দি মানুষ। ছাতক-দোয়ারার দূর্গত এলাকা ঘুরে তিনি এসব চিত্র দেখেছেন। তিনি বলেন, শহর ভিত্তিক কয়েকটি আশ্রয় কেন্দ্রে দায়সারা ত্রান সামগ্রি দেয়া হলেও পানিবন্দি শতকরা ৯০ ভাগ সরকারী-বেসরকারী কোন সহায়তাই তাদের কাছে পৌছেনি। পানিবন্দি এসব অসহায় মানুষকে পর্যাপ্ত সরকারী ত্রান সহায়তা প্রদানের জন্য সরকার সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবানদের প্রতিও  আহবান জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, দেশের যে কোন সংকটে বিগত সময়ের মতো এখনো জাতীয়তাবাদী দল বিএনপি জনগনের পাশে রয়েছে। ছাতক-দোয়ারাসহ সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা ঘোষনা করার দাবী জানান তিনি।

শুক্রবার ছাতকের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ছাতক প্রেসক্লাবে সংক্ষিপ্ত মতবিনিময়কালে মিজানুর রহমান চৌধুরী বসেব কথা বলেন। বন্যাদূর্গত এলাকা পরিদর্শনকালে ছাতক উপজেলার বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সহিদুর রহমান সোহেল, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য এস এম আমজাদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দিন সালমান, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম আলী রাসেল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সদস্য সচিব শংকর কুমার দাশ, ছাতক পৌর যুবদলের সদস্য সচিব আশরাফ চৌধুরী মাসুম, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হীরা, কামাল হোসেন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলনপ্রমুখ উপস্থিত ছিলেন।