ছাতকে প্রধানমন্ত্রীর ১০  উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা

ছাতকে প্রধানমন্ত্রীর ১০  উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব  সংবাদদাতা : ছাতকে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গভর্নেন্স  ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালা গতকাল সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। 

২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, পল্লী সঞ্চয় ব্যাংক, বিনিয়োগ বিকাশ এবং কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আশরাফ আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আবুল হাসনাত, সুফি আলম সুহেল, আব্দুল হক, নূরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, নিয়ন্ত্রক পিনাক পানি ভট্টচার্য্য, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব প্রমুখ।