ছাতকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা  অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

ছাতকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা  অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

ছাতক(সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক উপজেলা পর্যায়ে 'বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেছেন, সৃজনশীল মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি জানবার আগ্রহ বাড়াতে হবে।

গতানুগতিকতার বাইরে গিয়ে নিজেকে গড়ে তুলতে নিয়ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম নয় নিজের ক্যারিয়ার উন্নয়নের জন্য ইন্টারনেটের অবারিত দ্বারের ভালোদিকটি গ্রহণ করতে হবে। গত সোমবার ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার  সোয়েব আহমদসহ, দোয়ারাবাজার উপজেলা থেকে আগত বিচারক প্যানেলের সদস্য, স্থানীয়  শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রতিযোগী শিক্ষার্থী। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে এই বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আজাদ। উভয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল।