ছাতকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত, দূর্গম এলাকায় ত্রাণ নিয়ে ইউএনও

ছাতকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত, দূর্গম এলাকায় ত্রাণ নিয়ে ইউএনও

ছাতক সংবাদদাতাঃ 

ছাতকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এখানে উপজেলা প্রশাসনের মাধ্যমে ৩০ মেঃটন চাল, সাড়ে তিন লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও ১০০ প্যাকেট শুকনো খাবার বন্যা দূর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বন্যা শুরুর প্রথম দিন থেকে বিভিন্ন বন্যাশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করে এসব সহায়তা দেয়া হয়। রবিবার দিনব্যাপী উপজেলার শেষ সীমান্তে ভারতের সীমান্তবর্তী এলাকা রাসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যাশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় ইসলামপুর ইউপি সদস্য নুরুল হক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রগু সিংহ, শিব শংকরসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এর আগে সীমান্তবর্তী মনিপুরী সম্প্রদায়ের লোকজনের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর, রাসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং ধনীটিলার পাশে ফসল রক্ষা বাধের জন্য জায়গা পরিদর্শন করেন তিনি। এছাড়া সরকারি সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।