ছাতকে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ২ দিনে আক্রান্ত ৩৭

ছাতকে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ২ দিনে আক্রান্ত ৩৭

রয়েল ভিউ ডেস্ক : 
রয়েল ভিউ ডেস্ক : ছাতকে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত দুই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭ জন।  সোমবার (২৬ জুলাই) দু'দফা প্রাপ্ত রিপোর্টে নতুন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২০ জনের। সিলেটের  পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আর হাসপাতালে শনাক্ত হয় ১১ জনের। গতকাল রবিবার ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। ওই দুইদিনে তিন দফায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের পজেটিভ রির্পোট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।

উপজেলা জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু এ ব্যাপারে শহর ও গ্রামের লোকজন রয়েছেন এখনো উদাসীন। স্বাস্থ্য বিধির কোন তোয়াক্কাই করছেন না তারা। করোনা নিয়ন্ত্রণে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলতে এখানে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তৎপর।  প্রতিদিনই শহরে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মামলাসহ করা হচ্ছে জরিমানা। আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।