ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৩ তম জন্মবার্ষিকী পালন

ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৩ তম জন্মবার্ষিকী পালন

বিশিষ্ট সংগঠক, ছড়াকার, যুক্তরাষ্ট্র প্রবাসী সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বদেশ কন্ঠ এর মোড়ক উন্মোচন, আনন্দ আড্ডা ও নিবেদিত লেখাপাঠ অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর মীরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে ও ছড়া পরিষদ এবং স্বদেশ ফোরামের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলা শাখার সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা, গল্পকার মাহবুবুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার গোলাম নবী পান্না, বিশিষ্ট লেখক শিক্ষাবিদ হাফেজ মাশহুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলার শাখার সভাপতি শামসুল আলম সেলিম, সেক্টর কমান্ডারর্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বিশিষ্ট লেখক মোহাম্মদ অংকন, সিনিয়র সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু, স্বদেশ ফোরামের সভাপতি জয়নাল আবেদীন জুয়েল, জয়বাংলা সাহিত্য পরিষদের সভাপতি অজিত রায় ভজন।

সভায় বক্তারা বলেন, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী শুধু একজন ছড়াকার নয়, তিনি ছড়া শিল্পের একজন দক্ষ কারিগর। সুদূর প্রবাসে থাকলেও তিনি নিজ দেশের কথা ভুলেননি। অনুষ্ঠানে জন্মবার্ষিকী উপলক্ষে স্বদেশ ফোরামের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বদেশ ফোরামের মুখপত্র স্বদেশ কন্ঠ ও সাহিত্যের ছোট কাগজ পাপড়ি’র বিশেষ সংখ্যা বের করা হয়। 

গীতিকবি হরিপদ চন্দ’র সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আলা উদ্দিন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও লেখাপাঠে অংশ নেন বাবুল আহমদ, ইমতিয়াজ সুলতান ইমরান, সাইদ হাসান, সন্তু চৌধুরী, অমিতা বর্দ্বন, হৃষিকেশ রায় শংকর, চৌধুরী আমিরুল ইসলাম, রুনা তালুকদার, জান্নাত আরা খান পান্না, ধনঞ্জয় দাস, অসীম দাস, সঞ্জয় নাথ সঞ্জু, নিপু মল্লিক, মাসুদা সিদ্দিকা রুহী, চন্দ্র শেখর দেব, কামরুল আলম, হিমাংশু হিমেল, সাজন হোসেন, প্রশান্ত লিটন, ধ্রুব গৌতম, কয়েছ মেহেদী প্রমুখ। বিজ্ঞপ্তি