ছয় অতিরিক্ত ডিআইজি বদলি

ছয় অতিরিক্ত ডিআইজি বদলি

রয়েল ভিউ ডেস্ক:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদায় ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকায় কর্মরত পাঁচজন ও সিলেটের একজন অতিরিক্ত ডিআইজির (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরির্দশক) পদোন্নতি হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকায় কর্মরত তাপসুন নাসরীনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, জেসমিন বেগমকে পুলিশ সদর দপ্তরে (টিআর), হামিদা পারভীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার, শামসুন্নাহারকে পুলিশ সদর দপ্তরে ও শাহজাদা মো. আসাদুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট করা হয়েছে। পাশাপাশি সিলেটের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।