জগন্নাথপুরে আড়াই ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু 

জগন্নাথপুরে আড়াই ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু 

জগন্নাথপুর সংবাদদাতা  ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর নোয়াগাঁও গ্রামে আড়াই ঘন্টার ব্যবধানে আপন  দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। সোমবার বাদ যোহর তাদের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত ব্যক্তিরদের স্বজন ও এলাকাবাসী সূত্র  জানায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর নোয়াগাঁও গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে আতিক উল্লাহ (৫০) অনেকদিন ধরে শারিরিক অসুস্থতায় ভুগছিলেন। গত শনিবার দুপুর তাঁর শারিরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার  রাত সাড়ে ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
এদিকে ওই রাতে আতিক উল্লার বড় ভাই আব্দুল মতি (৭৫) ছোট ভাইয়ের মৃত্যুর শোকে রাত ২টার দিকে নিজবাড়ীতে মারা যান। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
সোমবার  গ্রামের স্থানীয় মসজিদে প্রথমে বেলা দুইটার দিকে আব্দুল মতির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১০ মিনিট বাদে আতিক উল্লার পৃথকভাবে জানাজা শেষে দুইভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃতদের স্বজন ছুরুক মিয়া জানান, আতিক উল্লাহ’র ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। অপরদিকে তাঁর বড়ভাই আব্দুল মুতি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁরা তিন ভাই ছিলেন। তিনজনই মারা গেছেন। একই রাতে দুইভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দপুর শাহারপাড়া  ইউপি সদস্য শামছুদ্দিন কামালী  সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াই ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি বলেন দুই ভাই এলাকায় সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন।