জগন্নাথপুরে নলজুর সেতু দেবে চলাচল বন্ধ

জগন্নাথপুরে নলজুর সেতু দেবে চলাচল বন্ধ

রয়েল ভিউ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর ওপর ডাকবাংলোর সামনের সেতুটি দেবে গেছে। ফলে সেতু দিয়ে যান ও পায়ে হেঁটে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার রাতে হঠাৎ করে সেতুর একটি অংশ দেবে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন সেতু পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ এ সেতুতে চলাচল বন্ধ করে দেয়ার পরামর্শ দেন। পরে সেতুর দুই পাশে বাঁশ বেঁধে সেতু দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়।
 
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ১৯৮৭ সালে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা টাকা তুলে নলজুর নদীর ওপর ডাকবাংলোর সামনে সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সেতুর কাজ শেষ হলে ১৯৯৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ সেতুর উদ্বোধন করেন।

জগন্নাথপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হলেও সেতু দিয়ে বড় বড় মালবাহী যানবাহন চলাচল করছে। এছাড়াও নলজুর নদী খননের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পানি বেড়ে যাওয়ায় সেতুটি ঝুঁকিতে পড়ে। প্রশাসনের পরামর্শে আমি সেতুর দুই পাশে বাঁশ বেঁধে দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন উপজেলা পরিষদের সামনে গুদামের সেতু ঘুরে চলাচল করতে হবে।
 
জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এমএ কাদির জানান, ডাক বাংলোর সামনের সেতুটি খুব গুরুত্বপূর্ণ। সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট বাজারে যাতায়াতের জন্য জগন্নাথপুর পৌরবাসীকে এ সেতু ব্যবহার করতে হয়। দ্রুত ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যাগ নিতে হবে।

উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, সেতুটি পরিদর্শন ও পরীক্ষা করে দেখা গেছে সেতুটি অতীব ঝুঁকিপূর্ণ। আমরা সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ করেছি। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের উদ্যাগ নেয়া হবে।