জগন্নাথপুরে সনাতন  ধর্মাবলম্বীদের সাধক নারী ঊষা রানী পরলোকে 

জগন্নাথপুরে সনাতন  ধর্মাবলম্বীদের সাধক নারী ঊষা রানী পরলোকে 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা ঊষা রানী  বৈদ্য ওরফে হরি বেটি আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর ইচ্ছে অনুযায়ী সিলেট চালিবন্দর মহাশশ্মানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র রেখে গেছেন। বড় ছেলে জগন্নাথপুর বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বৈদ্য ও ছোট ছেলে হরিপদ বৈদ্য বিপুল চশমা ঘরের মালিক। হরি বেটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একজন সাধক হিসেবে পরিচিত ছিলেন। তিনি শেরপুরে স্বামীর বাড়িতে হরি মন্দির স্থাপন করে বার্ষিক  কীর্তনের শুরু করেন; পরবর্তীতে জগন্নাথপুর গ্রামের মৎস্য হাটি ও বর্তমানে বটেরতলা মনি চৌধুরীর বাড়িতে বার্ষিক কীর্তন ও প্রতিবছর চৈত্র মাসে বাসন্তী পূজা উদযাপন করে আসছেন। তিন যুগেরও বেশি সময় ধরে তিনি নিয়মিত ধর্মীয় উৎসব পালন করে আসছেন। 

তিনি বাসুদেব বাড়িতে থাকা অবস্থায় ২৪ হাত লম্বা কালী মূর্তি তৈরি করে কালী পূজা করে আলোচিত হন। তাঁর অনেক শিষ্য রয়েছে। তিনি আজীবন নিরামিষভোজি ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রণয় সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব প্রমুখ।