জগন্নাথপুরের সন্তান আকি  রহমানের এভারেস্ট জয়

জগন্নাথপুরের সন্তান আকি  রহমানের এভারেস্ট জয়

জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি এভারেস্টের চূঁড়ায় পৌঁছেন। মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে গমন করেন আকি রহমান। তিনি সাংসারিক জীবনে তিন সন্তানের জনক।

এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে থাকা আকির খালাতো ভাই সামিনুর রহমান। তিনি জানান, নেপাল থেকে মুঠোফোনে আকির গাইড তাকে এ তথ্য দেন। এরপর থেকে তাদের মোবাইল নেটওয়ার্ক মিলছে না। তারা নিচে নেমে আসলে ছবিসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তিনি আরও জানান, গত ১২ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাজ্য থেকে নেপাল যাত্রা করেন আখলাকুর রহমান ওরফে আকি রহমান। একের পর এক পর্বত জয়ের পর এবার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে তিনি নেপাল পাড়ি জমান। 
এভারেস্ট জয়ী আকি রহমান জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী  ইছকন্দর আলীর ছেলে। তবে তিনি বিশ্ব জুড়ে আকি রহমান নামে পরিচিত।

আকি রহমান জন্মসূত্রে বাঙালি। তিনি মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে আকি রহমান সবার বড়। স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে তিনি এভারেস্ট জয় করতে সমর্থ হন। পর্বতারোহী আকি রহমান তিন সন্তানের জনক।