জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের গ্র্যাজুয়েটরা ভালো অবস্থানে আছেন -------- ড. তৌফিক রহমান চৌধুরী

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের গ্র্যাজুয়েটরা ভালো অবস্থানে আছেন -------- ড. তৌফিক রহমান চৌধুরী

মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চলে উচ্চ শিক্ষাবিস্তারের স্বপ্ন নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলেও ২০ বছরের মাথায় সারাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষার্থীরা পড়তে আসছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের গ্র্যাজুয়েটরা ভালো অবস্থান করে নিয়েছেন। ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আমাদের নিষ্ঠাবান শিক্ষকবৃন্দ মানসম্পন্ন শিক্ষাদানে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকান্ডেও এ বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী জাতীয় ক্রিকেট দলে খেলছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক আমাদের শিক্ষার্থী। এটি আমাদের জন্য গর্বের।
 

শুক্রবার বিকেল ৫ টায় ঢাকায় অনুষ্ঠিতব্য ক্লেমন ইনডোর ইউনি কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট দলের স্পন্সর এএইচজেড এসোসিয়েটস এর রিজিওনাল ম্যানেজার রনি রায়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এর ডিন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, পরিচালক ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, রেজিস্ট্রার ও এমইউ স্পোর্স্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্রিকেট দলের কোচ রাজিন সালেহ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক সাইদুর রহমান পলাশ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী প্রমুখ।-বিজ্ঞপ্তি