জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ অনুশীলন ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেট শিশুদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় আগামী ৪ আগস্ট বিকেল ৪টায় নগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

প্রতিযোগীদের বিভাগ ও প্রতিযোগিতার বিষয় হলো : ‘ক’ বিভাগ শিশু  শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি। বিষয় ইচ্ছেমতো। ‘খ’ বিভাগ চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি। বিষয় ঃ বঙ্গবন্ধুর চোখে বাংলাদেশ। ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি। বিষয় ঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ। সকল বিভাগের ছবি আঁকার মাধ্যম ইচ্ছেমতো।

প্রতিযোগীদের আয়োজকদের পক্ষ থেকে ছবি আঁকার কাগজ সরবরাহ করা হবে। তবে অন্যান্য উপকরণ নিয়ে আসতে হবে। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও দুটি বিশেষ পুরস্কার দেওয়া হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের আগামী ২ আগস্টের মধ্যে ০১৫৫২৪২৪৫৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপে নাম, শ্রেণি, ছবি আঁকার মাধ্যম ও মোবাইল নম্বর জানিয়ে তালিকাভুক্ত হতে হবে। এছাড়া ০১৭১১৩৩৫২৫০ নম্বরে ফোন করে প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানা যাবে। বিজ্ঞপ্তি