‘জাতীয় সরকারের অধীনে নির্বাচন    ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না’

‘জাতীয় সরকারের অধীনে নির্বাচন    ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, ‘বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বিরোধীদলগুলোর উপর জুলুম নির্যাতন করে কোন সরকার ক্ষমতার টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে স্থিতিশীলতা আসবে না। 
 

সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ছড়ারপার ওয়ার্ড কার্যালয় ৩ নভেম্বর জাতীয় মহাসমাবেশ সফলে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত  কথাগুলো বলেন।
সভায় বক্তারা বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন  সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মোঃ মামুনের পেশাগত দায়িত্ব পালনকালে তার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।  

সভায় বক্তারা ‘জাতীয় সরকারের অধীনে নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের’ দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশে সকলকে যোগদান করার আহবান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সহসভাপতি মোঃ আবুল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর অর্থসম্পাদক মোঃ আল আমিন,  ইসলামী আন্দোলন ১৪ নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আহমদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাপ মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ১৪ নং ওয়ার্ড  সভাপতি মোঃ  মোবারক হোসেন, ওয়ার্ড যুবআন্দোলন সভাপতি মোঃ আলাউদ্দিন, শ্রমিক আন্দোলন সহ-সভাপতি মোঃ সামসুল হক, ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ ইজাজুল ইসলাম সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি