জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় সিলেটে ঝুলন্ত সেতু ও পার্ক নির্মাণের দাবি জানালেন এম.পি হাবিব 

জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় সিলেটে ঝুলন্ত সেতু ও পার্ক নির্মাণের দাবি জানালেন এম.পি হাবিব 

রয়েল ভিউ ডেস্ক:
জাতীয় সংসদে বাজেটের উপর বক্তৃতায় বুধবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে প্রায় ১০মিনিট বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। 

বক্তব্যের শুরুতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আ হ ম মস্তফা এবং মহান জাতীয় সংসদের প্রতি ধন্যবাদ জানান এরপর তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের,জাতীয় চার নেতা এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের। এছাড়াও তিনি স্মরণ করেন প্রাক্তন অর্থমন্ত্রী সদ্যপ্রয়াত জননেতা আবুল মাল আবদুল মুহিতকে। 

এরপর তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি  সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন।তিনি সিলেট ক্বীন ব্রীজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মান করার দাবি জানান, এরপর তিনি সিলেট পুরাতন কারাগারের জায়গায় একটা পার্ক নির্মাণের দাবি জানান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

এছাড়াও সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এবং প্রবাসীদের জন্য জাতীয় পরিচয় পত্র সহজতর করায় তিনি প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান। এরপর তিনি সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী খনন করার উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।