জন সমর্থন নেই বলেই বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি বেছে নিয়েছে   ........আনোয়ারুজ্জামান চৌধুরী

জন সমর্থন নেই বলেই বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি বেছে নিয়েছে   ........আনোয়ারুজ্জামান চৌধুরী

ডাক ডেস্ক : বিএনপি, জামায়াতের ‘সন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে বিভিন্ন স্থানে হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সমাবেশে বক্তারা বলেন. ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছিয়ে নিয়ে যেতে নানামুখী ষড়যন্ত্র করছে। নির্বাচনকে কেন্দ্র করে তারা নানা ধরনের মিথ্যা প্রচারণা ও গুজব ছড়াচ্ছে। তারা কখনো এদেশের মানুষের ভালো চায় না। বিগত দিনের মতো আগামীতেও আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে মানুষের কল্যাণে ও অধিকার আদায়ে কাজ করবে।’ 

সিলেট জেলা যুবলীগ : সিলেট জেলা যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশ গতকাল বুধবার বিকেল ৩টায় সিটি পয়েন্ট সংলগ্ন কামরান চত্বরে অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, অবরোধ আর হরতাল এদেশের মানুষ আর পছন্দ করে না। জ্বালাও পোড়াও করে, মানুষকে জিম্মি করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে জনগণের সমর্থন লাগে। বিএনপি-জামায়াতের পক্ষে জনগণের সমর্থন নেই বলেই তারা জ্বালাও পোড়াওয়ের রাজনীতি বেছে নিয়েছে।’
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বে যখন শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে। বিএনপি-জামায়াত এসব সহ্য করতে না পেরে জোর করে ক্ষমতায় আসতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু এদেশের জনগণ কোন ষড়যন্ত্রের কাছে হার মানবে না। যথাসময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই নির্বাচন হবে।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল মতিন, এডভোকেট আলমগীর, সামস উদ্দিন সামস, হাসান আহমদ চৌধুরী, মনোজ কাপালী মিন্টু,  এস.এম শাইস্তা তালুকদার, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ এমরুল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ বাবু, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান রুমেল, পরিবেশ সম্পাদক ফজলুর রহমান জসিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ সুমন, উপ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, মনিরুল হক পিনু, সহ-সম্পাদক আব্দুল মান্নান দুলাল, আব্দুল কাইয়ুম, নিজাম আহমদ, মহিউদ্দিন মহি, তোফায়েল আহমদ, এম এ কাইয়ুম, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, এমাদ উদ্দিন, হুমায়ুন আহমদ মাসুম, শাহিদুর রহমান সাহেদ, মো. মুমিনুল ইসলাম, সদস্য জাহেদুর রহমান চৌধুরী, অপূর্ব তালুকদার অপু, খালেদ আহমদ চৌধুরী, মো. হোসেন মিনহাজ, হামজা হেলাল, সোহেল আহমদ জুবেল, আনসার উদ্দিন, শামীম খান, মামুন পারভেজ, ছালেহ আহমদ, মো. সাইদুল ইসলাম, মো. সায়েম আহমদ, এ.এস.এম. আলি আশরাফ মামুন,  জহিরুল ইসলাম তুহেল, মো. রাসেল আহমদ, সুরঞ্জিত দেব বান্টু, মো. এস.এম দেলোয়ার রানেল, রাশেদ পারভেজ লাবলু প্রমুখ। 
দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার সকাল ৭টা থেকে দিনব্যাপী সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে হরতাল ও অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়। সকাল ১০টায় চন্ডিপুল আব্দুস সামাদ চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রাজ্জাক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ ও যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আলী, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক অরুন দেবনাথ সাগর, সহ-দপ্তর সম্পাদক ছদরুর ইসলাম, মহানগর মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান তালুকদার, নজরুল ইসলাম, কালাম হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা,  কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুমিন হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, নাজিম উদ্দিন রাসেল, মুজিবুর রহমান, জেলা তাঁতি লীগের সভাপতি শাহ ওলিদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, যুবলীগ নেতা বেলায়েত হোসেন, মনসুর আহমদ চৌধুরী, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা আহসান হাবীব জাবেদ, আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম লাবলু, জয়নাল আবেদীন ইমন, নিজাম আহমদ, তাঁতি লীগ নেতা রিয়াজুল ইসলাম   প্রমুখ।
পরে সমাবেশ শেষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দুপুর ১২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হুমায়ুন রশীদ চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে মিছিল সহকারে যোগ দেন।
শান্তিগঞ্জ ঃ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিএনপির ‘সন্ত্রাস নৈরাজ্যের’ প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গনিগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ললিত রঞ্জন দাস (শিবু মাস্টার),উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুর মিয়া,শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আওয়াল, শ্রীষ চন্দ্র দাস, সুকুমার পাল,আব্দুল হেকিম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, বসির আহমেদ, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, আব্দুল খালেক পারভেজ, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মেম্বার, শফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিদুর চন্দ্র দাস।