জৈন্তাপুরে কাটাগাং এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

জৈন্তাপুরে কাটাগাং এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

জৈন্তাপুর সংবাদদাতা: 

সিলেট তামাবিল জাফলং মহাসড়কের কাটাগাং এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রন আইনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ  অভিযান পরিচালনা করা হয়েছে।
  
গত ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলা কাটাগাং এলাকায় চেকপোষ্ট বসিয়ে কানাইঘাট সার্কেল'র  সিনিয়র পুলিশ সুপার  আব্দুল করিমের নেত্বেত্ব অবৈধ, ফিটনেস বিহীন, লাইসেন্স বিহীন সকল প্রকারের মটরযানের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। অভিযানে ছোট বড় ৩৪ গাড়ি জব্ধ এবং ২৫ টি মামলা দায়ের করা হয়েছে।
  
এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, ট্রাফিক পুলিশের সাজেন্ট মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, বিরু পক্ষ দাস পার্থ সহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান অংশ গ্রহন করে।  

পুলিশের এই অভিযান-কে স্থানীয় জনগন স্বাগত জানিয়ে বলেন, এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সিলেট তামাবিল মহাসড়কের শতকরা ৯০ভাগ দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এরকম অভিযানে নিয়মিত পরিচালনা করতে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়েছে।  

অভিযানের বিষয়ে সিনিয়র পুলিশ সুপার আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার( ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রনে পুলিশের অভিযান শুরু করা  হয়েছে ৷ অভিযানে অবৈধ গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে৷ এইরকম অভিযান নিয়মতি পরিচালনা করা হবে।