জৈন্তাপুরে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১, আহত ৪

জৈন্তাপুরে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১, আহত ৪

জৈন্তাপুর সংবাদদাতা: সিলেট-তামাবিল জাফলং সড়কের জৈন্তাপুর উপজেলার রাংপানি লক্ষীপুর এলাকায় প্রাইভেট কার খাদে পড়ে দূর্ঘটনায় নবজাতক এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।  

আজ শুক্রবার সকালে  সিলেট তামাবিল জাফলং সড়কের জৈন্তাপুর উপজেলার রাংপানি লক্ষীপুর এলাকায় এই  ঘটনা ঘটে। 
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষীপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট কার দূর্ঘটনায় কবলিত হয়৷ সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেট কারটি জাফলংয়ে যাচ্ছিল ৷ পথিমধ্যে জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের নিরাপত্তা পিলার ভেঙ্গে খাদে পড়ে যায় গাড়ির নম্বর (ঢাকা-মেট্রো-গ-৩৫-৩১৯৭) এ ঘটনায় এক শিশু নিহত এবং ৪ জন লোব আহত হয়েছেন ৷
 
নিহত শিশু নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার নবজাতক কন্যা রাহি আক্তার বয়স মাত্র  (৪০দিন) হয়েছে। 

আহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের  আলা উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩৫), তার স্ত্রী কাজল (৩০), নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) এবং আনিকা (৩০)৷

ঘটনার পর স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন ৷ এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। দূঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল বাশিরুল ইসলাম, সহকারী কমিশন (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, উপজেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম। 

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ)  গোলাম দস্তগীর আহমেদ জানান, সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরও  ৪জন লোক গুরুত্বর আহত হয়েছেন ৷ তাদের কে  সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়েছে।  গাড়ি  উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।  

এ দিকে সিলেট তামাবিল জাফলং মহাসড়কে বিভিন্ন  সময়ে সড়ক দূঘটনায় অনেক এলাকার ব্রিজের নিরাপত্তা পিলার ভেঙ্গে গেছে। 
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বাবু, এসব ব্রিজের ভেঙ্গে যাওয়া নিরাপত্তা পিলার জনস্বার্থে সড়ক ও জনপথ বিভাগ কে দ্রুত্ব সময়েরর মধ্যে মেরামত করার দাবী জানান।