জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী  উদ্যোগ সংক্রান্ত বিষয়ে কর্মশালা 

জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী  উদ্যোগ সংক্রান্ত বিষয়ে কর্মশালা 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল বশিরুল ইসলাম। কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। 

কর্মশালার এক পর্যায়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন-সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান। 

আয়োজকরা জানান,প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগে'র মধ্যে রয়েছে-মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা,ঘরে ঘরে বিদ্যুৎ, পরিবেশ সু-রক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিক, শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে ব্যাপক প্রচারণা চালানো এবং বাস্তবায়ন কাজে প্রতিবন্ধকতার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার মূল লক্ষ্য। 

কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, সারী রেঞ্জ কর্মকর্তা  সাদউদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার  এ,কে আজাদ ভূইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, নিবার্চন কর্মকর্তা আবুল হাসনাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা প্রিয়ব্রত দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা বেগম,পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহমদ ভুইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ,নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল। এছাড়া কর্মশালায় উপজেলার  সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।