বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মানে ইবনে সিনা’র ইফতার

জান্নাত পেতে মুত্তাকি হতে হবে  আর রমজান মুত্তাকি তৈরি করে ------মাওলানা হাবিবুর রহমান 

জান্নাত পেতে মুত্তাকি হতে হবে  আর রমজান মুত্তাকি তৈরি করে ------মাওলানা হাবিবুর রহমান 

বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মানে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে গত মঙ্গলবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, মানুষের মৃত্যুর পর তার স্থান হবে জান্নাত অথবা জাহান্নাম। আর জান্নাত পেতে হলে আমাদের সবাইকে মুত্তাকি হতে হবে। তিনি বলেন, মাহে রমজানে তাক্বওয়া অর্জন করে আমাদের সবাইকে মুত্তাকি হতে হবে। তিনি সিলেটবাসীর প্রাণের প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতালের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। 

হাসপাতালের এজিএম মো. ওবায়দুল হকের পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ নূরুজ্জামান আল মাদানী। 

বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওয়ালীউর রহমান, প্রফেসর ডা. সিদ্দিকুর রহমান, ডা. মশিউর রহমান মজুমদার, ডা. নূর উদ্দিন আহমদ, প্রফেসর ডা. জামাল আহমদ চৌধুরী, প্রফেসর ডা. গুলজার আহমদ, ডা. ওয়েছ আহমদ চৌধুরী, ডা. জামিলা খাতুন চৌধুরী, ডা. শামসুল হক চৌধুরী. ডা. জহির আহমদ, ডা. মোস্তাক উদ্দিন ভ‚ইয়া, ডা. সৈয়দ আব্দুস সোবহান রাহিন, হাসপাতালের ডিএমএস ডা. রুকনুল ইসলাম চৌধুরী, সিএমও মেজর (অব.) আব্দুল সালাম চৌধুরী, এসএমও ডা. তফাজ্জুল হোসেন, ডা. শাহজাহান ইবনে আদনান, ডা. শামসুদ্দিন চৌধুরী ও ডা. চৌধুরী ফারহান হক মৌরি। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম ও হেড অব এডমিন মো. জাকির হোসেন, ডেপুটি ম্যানেজার (এডমিন) ও রিকাবীবাজার শাখার প্রধান মোবারক হোসেন, ডেপুটি ম্যানেজার (হিসাব) মো. মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার (পার্সেজ) মো. আল আমিন, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) মো. নূরুল হক, সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান, সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার (ব্যবসা ও উন্নয়ন) মো. শাহেদ আলী, এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন ও নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি