জনসেবাকে সব সময় আমি ইবাদত হিসেবে মনে করি: শফি

জনসেবাকে সব সময় আমি ইবাদত হিসেবে মনে করি: শফি

সিলেট-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, জনসেবাকে সব সময় আমি ইবাদত হিসেবে মনে করি। জীবন সায়াহ্নে এসেও সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জবাসীর জন্য আমার দরজা সব সময় উন্মুক্ত থাকবে। সেটা নির্বাচনের আগে হউক বা পরে হউক। যে কোন সময় সাধারণ মানুষের সেবার জন্য আমি প্রস্তুত রয়েছি। গতকাল শুক্রবার দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শফি চৌধুরী বলেন, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আমি এবারের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার মার্কা মটর গাড়ি (কার) চিহ্নে আপনাদের পবিত্র আমানত দিয়ে নির্বাচিত করলে এই অঞ্চলের মৌলিক দাবিগুলো পূরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলেন, জনগণের ভোটের অধিকার দিন। সরকার এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল রাখুন।


তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন, ফেঞ্চুগঞ্জের ইলাশপুর সেতু বাস্তবায়ন, দক্ষিণ সুরমায় টেলিফোন এক্সচেইঞ্জ স্থাপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা কুশিয়ারা সেতু নির্মাণসহ এই অঞ্চলের অনেক বড় বড় দাবি পূরণ করেছি। একটিমাত্র দাবি সেটা হচ্ছে ঘরে ঘরে গ্যাস পৌছে  দেওয়া। নির্বাচিত হলে আপনাদের সেই দাবিও পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজসহ সর্বস্তরের জনসাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন। বিজ্ঞপ্তি