জ্বালাও-পোড়াও করলে ছাড় নয়: আইনমন্ত্রী

জ্বালাও-পোড়াও করলে ছাড় নয়: আইনমন্ত্রী

রয়েল ভিউ ডেস্ক:
বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না, বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের কালামপুরে সাব-রেজিস্ট্রার অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। যারা প্রকৃত অপরাধী, যাদের নামে আগেই মামলা ছিল, তাদেরকে গ্রেপ্তার করে সরকার আইনের আওতায় আনছে। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

এ সময় সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যে কোনো বিষয়ে অভিযোগ করতে পারবেন। অভিযোগের বিষয়ে কর্মকর্তারাই তদারকি করবেন।

এছাড়া খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন মামলায় জামিনেও আছেন। তিনি অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই চিকিৎসা নিতে হবে। দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ, সাবেক সংসদ এম এ মালেক, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।