জমে উঠেছে গোলাপগঞ্জ উপজেলার  চেয়ারম্যান পদে উপনির্বাচন

জমে উঠেছে গোলাপগঞ্জ উপজেলার  চেয়ারম্যান পদে উপনির্বাচন

স্টাফ রিপোর্টারঃ জমে উঠেছে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন। ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ছুটছেন প্রতিদ্বন্ধী দুই প্রার্থী। আগামী ১৫ জুন বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে এই উপজেলার ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মঞ্জুর কাদির শাফি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মো. সফিক উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

জানা গেছে,সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদের এই উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা হলেন ২ লাখ ৪০ হাজার ১০০ জন।এর মধ্যে পুরুষ ভোটার হলেন ১ লাখ ২২ হাজার ৯৭ জন ও ১ লাখ ১৮ হাজার ৩ জন হলেন নারী ভোটার। উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১০২ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬২৫ টি।

গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে।ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। 
প্রসঙ্গত,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি শনিবার দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচনের জন্যে গেল ২৫ এপ্রিল তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে, গতকাল রোববার দৈনিক সিলেটের ডাক -এ গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর হলফনামা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে ভুলবশত ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট গ্রহণের কথা বলা হয়েছিল। প্রকৃত পক্ষে গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোট ব্যালট পেপারের মাধ্যমেই গ্রহণ করা হবে।