জামা খুলে সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন নারীরা

জামা খুলে সুইমিংপুলে সাঁতার কাটতে পারবেন নারীরা

রয়েল ভিউ ডেস্ক:
জার্মানিতে বার্লিনের পাবলিক সুইমিংপুলে পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে একসঙ্গে সাঁতার কাটতে বা গোসল করতে পারবেন। গত বৃহস্পতিবার বার্লিন শহরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘোষণা দিয়ে বলেছেন, নতুন ঘোষণা অনুসারে এখন থেকে শরীরের উপরের অংশে কোনো ধরনের কাপড় না রেখেই সাঁতারে নামতে পারবেন নারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুসারে, সম্প্রতি উন্মুক্ত সুইমিং পুলে এক নারী টপলেস হয়ে রোদ পোহাচ্ছিলেন। এ সময় তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়।

পরে রাগে-ক্ষোভে ওই নারী জার্মান সিনেটের ন্যায়পালের শরণাপন্ন হন। তিনি দাবি করেন, পুরুষেরা পোশাক ছাড়া সাঁতার কাটতে পারলে নারীরা চাইলে টপলেস হয়ে কেন তা পারবেন না? সবার জন্য সমান সুযোগ থাকতে হবে।

গত ডিসেম্বরে আরও এক নারী একই অভিযোগ করেছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরুষদের পাশাপাশি নারীরাও টপলেস হয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে বার্লিনের সুইমিং পুলে কবে থেকে নতুন এ নিয়ম চালু হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি।

জার্মানির ন্যায়পাল অফিসের প্রধান ডোরিস লিয়েশার বলেছেন, ন্যায়পালের কার্যালয় বেডারবেট্রিবি-এর সিদ্ধান্তকে স্বাগত জানায়। কারণ এটি সমস্ত বার্লিনবাসীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করে। তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এ আইনের ধারাবাহিক বাস্তবায়ন। যাতে করে এমন ঘটনা আর না ঘটতে পারে।

উল্লেখ্য, গত বছর নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার সিজেন ও লোয়ার স্যাক্সনির গটিনজেনসহ বেশ কয়েকটি শহর পাবলিক পুলে নারীদের টপলেস হয়ে সাঁতারের অনুমতি দিয়েছে। জার্মানি সব লিঙ্গের নগ্নতার প্রতি স্বাচ্ছন্দ্যপূর্ণ মনোভাবের কারণে জনপ্রিয়। গত বছর নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার সিজেন ও লোয়ার স্যাক্সনির গটিনজেনসহ বেশ কয়েকটি শহর পাবলিক পুলে নারীদের টপলেস হয়ে সাঁতারের অনুমতি দিয়েছে। তবে একই বছর লোয়ার স্যাক্সনি রাজ্যের রাজধানী হ্যানোভার সুইমিং পুলে গোসল বা সাঁতারের নিয়ম পরিবর্তন করে নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে মিউনিসিপ্যাল এলাকায় সাঁতার বা গোসলের সময় ‘যৌনাঙ্গ’ ঢেকে রাখতে হবে।