জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

রয়েল ভিউ ডেস্ক:
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের সেমিতে নাম লেখালো ভারত। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়েছে রোহিতের দল। এই জয়ে গ্রুপ টু'তে চ্যাম্পিয়ন ভারত। রানার্স আপ পাকিস্তান। সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড শেষ চারে খেলবে গ্রুপ টু'য়ের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে।

মেলবোর্নে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করে দলের ব্যাটাররা। অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে ১৫ রান করে ফিরে যান। দলের রান তখন ২৭। এরপর কেএল রাহুল ও বিরাট কোহলি ৬৮ রানের জুটি গড়েন। এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন রাহুল। আউট হন ৫১ রানে।

আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা বিরাট ফিরে যান ২৫ বলে ২৬ রান করে। পরেই কেএল ফিরে যান ৩৫ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলে। তিনি তিনটি করে চার ও ছক্কা তোলেন। দিনেশ কার্তিকের জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া ঋষভ পান্ত (৩) ব্যর্থ হন। 

কিন্তু চারে নামা সূর্যকুমার ঝড় ও হার্ডিকের ব্যাটে বড় রান পেয়েছে ভারত। হার্ডিক ১৮ বলে দুই চারে করেন ১৮ রান। সূর্য খেলেন ২৫ বলে ৬১ রানের হার না মানা ইনিংস। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও ছয়টি চার আসে। ২৪৪ স্ট্রাইক রেটে রান তুলে মেলবোর্নের দর্শকদের দারুণ বিনোদন দিয়েছেন তিনি।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৩৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। শূন্যরানে ম্যাধেভেরে, ১৩ রানে ক্রেইগ আরভিন, শূন্যরানে রেগিস চাকাভা, ১১ রানে শেন উইলিয়ামস ও ৫ রানে আউট হন টনি মুয়োঙ্গা সাজঘরের পথ ধরেন।

ষষ্ঠ উইকেট জুটিতে চাপ সামলে নেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। কিন্তু হার ঠেকাতে সেটা যথেষ্ট ছিল না। ২৪ বলে ৩৪ রান করেন রাজা। আর বার্ল আউট হন ২২ বলে ৩৫ রানে। এরপর ১ রানে ওয়েলিংটন মাসাকাদজা, ১ রানে রিচার্ড এনগারাভা ও ৪ রান করেন টেন্ডাই চাতারা। আর ব্লেসিং মুজারাবানি অপরাজিত থাকেন শূন্যরানে।