জেলা জেএসডি’র কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন

জেলা জেএসডি’র কর্মী সভায় আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কর্মী ও সমর্থকদের এক সভা গত রোববার সংগঠনের নগরীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মোহাম্মদ সফিককে আহ্বায়ক, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন ও আব্দুল কুদ্দুসকে যুগ্ম আহবায়ক এবং সেলিম জামান চৌধুরীকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট সিলেট জেলা জেএসডি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জেএসডি’র কেন্দ্রীয় উপদেষ্টা, সাবেক কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অধ্যাপক মোহাম্মদ সফিক এর সভাপতিত্বে সভায় বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রদান, গৃহনির্মাণ সামগ্রী ও সুদবিহীন কৃষি ঋণ, সার, বীজ, কীটনাশক প্রদান, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের দাবী জানান।

এছাড়াও বন্যার কবল থেকে ভবিষ্যতে সিলেট বিভাগের মানুষের ফসল, ঘরবাড়ি ও সম্পদ রক্ষার জন্য নদী-খালগুলো ড্রেজিং করা এবং হাওর ও খাল দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়। 
সিলেট জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক সেলিম জামান চৌধুরীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য জেএসডির সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটো। 
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- মনির উদ্দিন মাষ্টার, হোসেন আহমদ, মো. আব্দুর মুহিত, রিয়াজ উদ্দিন আহমদ, জামাল আহমদ, রফিক মিয়া, বেবী দেবী, নাজমা আখতার, বেলাল হোসেন, মো. ইসমাইল, নবী নেওয়াজ, ছমির উদ্দিন, চৌধুরী শাহেদ কামাল টিটো। বিজ্ঞপ্তি