জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন 

জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন 

জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এই কঠিন সময়ে আমাদের তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে । মানবমনে আল্লাহ ভীতি না থাকায় আমাদের সন্তানের প্রযুক্তির অপব্যবহার করে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এমন সময়ে সন্তানদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের অগ্রনী ভুমিকা পালন একান্ত কর্তব্য।

রবিবার সিলেটের মেজরটিলাস্থ ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্যে বক্তারা উপরোক্ত কথা বলেন। 

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ -এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের স্টুডেন্ট কো-অর্ডিনেটর হোসেন আহমদ চৌধুরী ও সিনিয়র শিক্ষক  মাজহারুল ইসলাম জয়নাল এর  সঞ্চালনায়  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন করেন, ৮ ম শ্রেণীর ছাত্র হাফিজ তারেকুর রহমান, সংগীত  পরিবেশন করেন শিক্ষার্থী মাহবুবুল হাসান, হাফিজ সামির হোসেন, মাহদিয়া হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল  মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, প্রধান বক্তার বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জালালাবাদ মাদরাসার গভর্নিং বডির সদস্য, মোঃ শাহজাহান আলী,ফুলবাড়ি আজিরিয়া মাদরাসার প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান, মুয়াজ বীন জাবাল কুরানিক ইন্সটিটিউট এর - প্রিন্সিপাল মাওলানা এহসান উদ্দিন,বিশিষ্ট সমাজসেবক মোয়াক্কির আহমদ সিদ্দিকী প্রমূখ।  অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ব্যাংকার মোহাম্মদ নুরুল হক। উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। 

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে আরবীতে বক্তব্য রাখেন, ফুয়াদ হাসান চৌধুরী ও ইফতেখারুল ইসলাম তানভির এবং ইংরেজিতে বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম মুয়াজ, ও মুস্তাফিজুর রহমান রাহাত, হিফজুল হাদিস পাঠ করেন, খালিদ সাইফুল্লাহ নাবিল, আসমাউল হুসনা মুখস্থ বলেন আশরাফ মাহমুদ । অনুষ্ঠানে  আরো পারফরম্যান্স দেখান বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। 
শ্রেণী ভিত্তিক ফলাফলের ভিত্তিতে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আই আই ইউ সি, শাবিপ্রবি, সিওমেক, পার্কভিউ, নর্থইস্ট সহ বাংলাদেশের সীমানা পেরিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মদীনা মুনাওয়ারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সকলের সম্মিলিতি প্রচেষ্টায় এই দ্বীনি প্রতিষ্ঠান একদিন মুসলিম উম্মাহর সুমহান খেদমতে আরো বেশী শিক্ষাবিদের জন্ম দিবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি