জালালাবাদ থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার, ৩ জন আটক

জালালাবাদ থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার, ৩ জন আটক

স্টাফ রিপোর্টার : জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকা থেকে ভারতীয় ৩০ বস্তা চিনি উদ্ধারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটক তিনজন হলো, ছাতকের ভাতগাঁও গ্রামের মো. কফিল উদ্দিন (২২), মো. আক্তার হোসেন (৩৫) এবং জকিগঞ্জের (বর্তমানে-চন্ডিপুল বাইপাস) এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।


পুলিশ জানায়, গত শনিবার সকাল ৬টার দিকে এসআই মো. সালাহ্ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবেরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উমাইরগাঁও ব্রিজের পাশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে। এসময় তারা ট্রাকে বহন করা চিনির বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মো. সালাহ্ উদ্দিন বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক নুরুল আমিন (৩৫) ও জাহাঙ্গীরকে আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।