জাহাঙ্গীরের পর এবার ক্ষমা পেলেন মুরাদ  

জাহাঙ্গীরের পর এবার ক্ষমা পেলেন মুরাদ  

রয়েল ভিউ ডেস্ক:
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পর এবার সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ক্ষমা পাওয়ার খবর জানা গেল। নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের জেরে এর আগে মুরাদকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক এবং দলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপর, ২০২২ সালের ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে যারা শৃঙ্খলাভঙ্গের জন্য বহিষ্কার হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন তাদের সবার বহিষ্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

যদিও ২২ ডিসেম্বর মুরাদ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন সে খবর সংবাদমাধ্যমে আসে। ওই চিঠিতেই তিনি ক্ষমা প্রার্থনা করেন। একইসঙ্গে দল বা দলীয় প্রধানকে বিব্রত করে এমন কিছু ভবিষ্যতে করবেন না বলে জানান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি দলের বৈঠক শেষে মুরাদ হাসান অবশ্য বলেছেন, এখনও ক্ষমার চিঠি হাতে পাননি।

২০২১ সালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নাহিদ রেইনস পিকচার্সের পেজ থেকে পোস্ট করা এক সাক্ষাৎকারে মুরাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে জড়িয়ে নারীর প্রতি অবমাননাকর মন্তব্য করেন। এরপরই, চলচ্চিত্র অভিনেতা ইমন ও মাহিয়া মাহির সঙ্গে মুরাদের ফোনালাপের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপক বিতর্কের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন মুরাদ। দেশে ফিরে নিজে নীরব হয়ে গেলেও জামালপুরের সরিষাবাড়িতে তার অনুসারীদের আধিপত্য বিস্তারে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার খবর নিয়মিতই পাওয়া গেছে।