ট্যাক্সি ড্রাইভার হওয়ার অনুমতি পেলেন সৌদি নারীরা 

ট্যাক্সি ড্রাইভার হওয়ার অনুমতি পেলেন সৌদি নারীরা 

রয়েল ভিউ ডেস্ক :
দেশের নারীদের গাড়ি চালানোর অধিকার দেওয়ার চার বছরের মাথায় সৌদি সরকার ঘোষণা দিয়েছে, এখন থেকে সৌদি নারীরা ট্যাক্সি ড্রাইভার হওয়ার জন্যও আবেদন করতে পারবেন।

নিজেদের টুইটার একাউন্ট @eMoroor থেকে এ ঘোষণা দিয়েছে সৌদি ডিরেক্টোরেট জেনারেল অব ট্রাফিক। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, নারীরা রিয়াদ, জেদ্দা, জাজান, আসির, নাজরান, জোউফ, হাইল এবং তাইফসহ রাজ্যের বিভিন্ন শহরের ১৮টি ড্রাইভিং স্কুলে 'জেনারেল ট্যাক্সি লাইসেন্স' এর জন্য আবেদন করতে পারবেন।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, এ লাইসেন্সের জন্য আবেদন করতে খরচ পড়বে ২০০ সৌদি রিয়াল (৫৩ ডলার)।

সরকারের এমন সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়ে শিল্পী লতিফাহ আল-শালহাব আরব নিউজকে বলেন, "একজন নারী হিসেবে আমার সবসময়ই এই ইস্যু নিয়ে চিন্তা ছিল। একজন পুরুষ ড্রাইভারকে সাথে নিয়ে আমার নিজের ট্যাক্সিতে চড়তে আমার অস্বস্তি লাগতো। উবার এবং কেয়ারিম এর মাধ্যমে তাও ড্রাইভার সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। বিশ্বের বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভারই পুরুষ হলেও কিছু দেশে তো নারী ড্রাইভারও আছে। পুরুষ ড্রাইভারের সাথে গাড়িতে চড়ার চেয়ে নারী ড্রাইভার সাথে থাকা অনেক ভালো।"

দোভাষী আসিল আতিফ মনে করেন, এই সিদ্ধান্তের ফলে নারীরা চাকরির বাজারে আরও বেশি সুযোগ পাবেন এবং এটা তাদের ক্যারিয়ার গড়তে সাহায্য করবে। আমার নিজেরও গাড়ি চালাতে ভালো লাগে, আমি নিজেও হয়তো এই পেশা বেছে নিতে পারি!"

২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর অধিকার দেওয়ার পর থেকে সৌদিতে পরিবহণ খাতে নারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। বিমান বা ট্রেন চালনা থেকে ধরে রেসিগ কার চালনার ক্ষেত্রেও নারীরা এখন ক্যারিয়ার গড়তে পারবেন। নতুন নিয়মের আওতায় নারীরা উবার বা কেয়ারিম-এর মতো রাইড অ্যাপগুলোতেও ড্রাইভার হিসেবে যোগ দিতে পারবেন।

সূত্র: আরব নিউজ