টস জিতে বাংলাদেশের ব্যাটিং

টস জিতে বাংলাদেশের ব্যাটিং

রয়েল ভিউ ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টস জিতে মাহমুদউল্লাহ বলে, উইকেট দেখে মনে হচ্ছে ব্যাট করার জন্য বেশ উপযোগী হবে এই কন্ডিশন। আমরা স্কোরবোর্ডে ভালো একটি সংগ্রহ গড়তে চাই।

বাংলাদেশ একাদশে আছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে বিশ্বকাপ কার্যত শেষ হয়ে যাওয়া সাইফুদ্দিনের জায়গায় দলে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সাথে আছেন তিন স্পিনার মেহেদি, নাসুম ও সাকিব আল হাসান।

এউইন মরগ্যান অবশ্য রান তাড়া করবেন খুশি মনেই। তিনি বলেন, এখানে আইপিএল খেলেছি কিছুদিন আগেই। উইকেট বরাবরের মতো ভালোই মনে হচ্ছে। তবে এটা ভিন্ন ম্যাচ, ভিন্ন চ্যালেঞ্জ, আর মাঠটাও নতুন।

ইংল্যান্ডের একাদশ রয়েছে অপরিবর্তিত। মার্ক উড তাই দলে নেই। আর ডেভিড মালানও দলে ধরে রেখেছেন তার জায়গা।

বিস্ময়কর হলেও সত্যি যে, ইংল্যান্ডের সাথে কখনো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। আজ প্রথমবারের মতো এউইন মরগ্যানের শক্তিশালী টি-টোয়েন্টি সাইডের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। তার সাথে যুক্ত হয়েছে মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন বিতর্ক। অন্যদিকে, ইংল্যান্ড প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে ২০১৫ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে। কারণ বড় দলকে হারানোর অভ্যাস এখন বাংলাদেশের একদমই দুর্লভ নয়। কেবল বড় মঞ্চেই তার মঞ্চায়নের অপেক্ষা।