ড. এ কে আব্দুল মোমেনের স্বপ্নপূরণ হলো

ড. এ কে আব্দুল মোমেনের স্বপ্নপূরণ হলো

রয়েল ভিউ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের সিলেট নিয়ে আরো একটি স্বপ্নপূরণ হলো। সিলেট সিটি কর্পোরেশন এলাকা ২৬.৫ বর্গকিলোমিটার থেকে প্রায় ৬০ বর্গকিলোমিটারে বিস্তৃত হয়েছে। গতকাল সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যদিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। এর পর থেকে তিনি সিলেট সিটি কর্পোরেশন এলাকা ১৮০ বর্গকিলোমিটার পর্যন্ত বাড়ানোর দাবি ও প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। তার মতে সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন। তাই এর বরাদ্দ সবচেয়ে কম। গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন ৩০০ বর্গকিলোমিটার যা সিলেটের তুলনায় ১১ গুণ বেশি।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনার পর অবশেষে অতিরিক্ত ৩৩ বর্গকিলোমিটার বাড়িয়ে প্রায় ৬০ বর্গকিলোমিটারে উন্নীত করার সুপারিশ করা হয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির অনুমোদন দিয়েছেন। সে জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ’।