ডেঙ্গু প্রতিরোধে রোটারিয়ানদের  ভূমিকা রাখতে হবে ------------------- ডিজি প্রকৌশলী মো মতিউর রহমান

ডেঙ্গু প্রতিরোধে রোটারিয়ানদের  ভূমিকা রাখতে হবে ------------------- ডিজি প্রকৌশলী মো মতিউর রহমান

রয়েল ভিউ ডেস্ক: রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গভর্নর প্রকৌশলী মো মতিউর রহমান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি বিষয়। সম্প্রতি সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিবার, প্রতিবেশী  ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা না গেলে তা ভয়াবহ আকার ধারণ করবে। দেশের যে কোনো দুর্যোগে রোটারিয়ানরা র্সবপ্রথম এগিয়ে আসেন। ডেঙ্গু প্রতিরোধেও রোটারিয়ানদের অগ্রনী ভূমিকা রাখতে হবে।’

সিলেটের সকল রোটারি ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত শনিবার সকালে সিলেট সিটি কর্পোরেশন এর কনফারেন্স কক্ষে প্রোগ্রাম চেয়ার আংশুমান ভট্টাচার্জ এর সভাপতিত্বে ও এরিয়া ডিরেক্টর পিপি একেএম শামসুল হক দীপুর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজি শহিদ আহমদ চৌধুরী, ডিজি ইলেক্ট এ.এইচ.এম ফয়সাল আহমদ, সময় টিভির ব্যুরো চীফ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, শহীদ সামসুদ্দিন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বিনায়ক ভট্টাচার্য। 

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদ ডাক্তার মৃদুল গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন এডিশনাল এরিয়া এডভাইজার পিপি ফয়সল করিম মুন্না, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. কাউছার হোসাইন শাহিন, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. আমিনুল ইসলাম,  ডেপুটি গভর্নর আব্দুন নুর রুহেল, ডেপুটি গভর্নর সামছুল আমিন রাখি, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল মুহিত দিদার, এসিস্ট্যান্ট গভর্নর পিপি ফারেছ আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল জলিল মল্লিক, পিপি বিধুভুষন চক্রবর্তী, পিপি মো. সাহিদুল হক সুহেল, পিপি এমাদ উদ্দিন, পিপি কয়েস আহমেদ সুমন, রোটারিয়ান সাইফুল আলম।