ডেঙ্গু রোগ প্রতিরোধে আলোচনা  ও লিফলেট বিতরণ

ডেঙ্গু রোগ প্রতিরোধে আলোচনা  ও লিফলেট বিতরণ

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গুর প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে রোববার দুপুরে নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও আম্বারখানা এলাকায় লিফলেট বিতরণ করা হয়। 
ক্লাব প্রেসিডেন্ট জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও রোটারিয়ান পিপি মো. জমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরীর ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তোফায়েল আহমেদ শেফুল, পিপি রোটারিয়ান ডা. ইমদাদুল হক আর এফ এস এম ডেপুটি গভর্ণর ২৩/২৪ সিলেট  জোন, এডিশনাল সেক্রেটারি ৩২৮২ সিলেট জোন পিপি মামুনুর রশীদ আর এফ এস এম, চার্টার্ড  মেম্বার কসমোপলিটন কপিল উদ্দিন বাবলু আর এফ এস এম, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে অভিভাবক সৈয়দ আবু ফাহিম আজাদ, সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম, শিক্ষক রেজাউর রহমান, পিপি ইশতিয়াক হোসেন আর এফ এস এম, এডভোকেট আবু সাদেক লিপন আর এফ এস এম. পিপি এস এম বোরহান উদ্দিন, সাবেক সেক্রেটারি রোটারিয়ান মো. আসিম আহমদ, রোটারিয়ান এটিএম তারেক, রোটারিয়ান এস এম আলী হায়দার বিপ্লব, রোটারিয়ান মো. সাদিকুর রহমান, রোটারিয়ান মো. ইমরান উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ডেঙ্গু আশঙ্কাজনক রূপ ধারণ করছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হলে ডেঙ্গু মহামারি সমস্যায় রূপ নিতে পারে। তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।-বিজ্ঞপ্তি