ডিজিটাল লটারীর টাকা পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ডিজিটাল লটারীর টাকা পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

রয়েল ভিউ ডেস্ক :
কোভিড-১৯ মহামারির কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ভর্তিতে ভর্তি ফরম বাবদ টাকা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার মাউশি এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন মাউশি উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল লটারীর ভর্তি কার্যক্রমে উপজেলা ও জেলা সদরে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সচিবদের ব্যাংক হিসাব নম্বর ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডে প্রেরণ করা হয়েছে। তবে এ তালিকায় ঢাকা মহানগরীর বিদ্যালয়ের নাম নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় ২০২১ শিক্ষাবর্ষে ডিজিটাল অনলাইন ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীদের আবেদন ফি বাবদ প্রাপ্ত অর্থ উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে সুষ্ঠুভাবে বণ্টনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে উপরোধ করা হলো।