ডায়াবেটিক সেবা দিবস  উপলক্ষে আলোচনা সভা 

ডায়াবেটিক সেবা দিবস  উপলক্ষে আলোচনা সভা 

সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরি সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী বলেছেন, আমাদের শপথ নেওয়া উচিত, নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম অর্থাৎ যেভাবেই হোক রক্তের সুগারকে আমরা নিয়ন্ত্রণ করবো। রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন। পরিমিত আহার গ্রহণ ও ব্যায়াম করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রন করে সুস্থ জীবন যাপন করতে পারলে ডাঃ ইব্রাহিমের আত্মা শান্তি পাবে।

জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৪তম মৃত্যু বার্ষিকী ও  বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিলেট ডায়াবেটিক সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মোঃ শাহ আলম। 

সমিতির সাধারণ সম্পাদক লোকামান আহমদ তাঁর বক্তব্যে বলেন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে আমরা ডায়াবেটিকস রোগের চিকিৎসাসহ অন্য রোগের চিকিৎসা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। ডাঃ ইব্রাহিমের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং ডায়াবেটিস রোগ থেকে বাঁচতে, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা আরো সুপ্রশস্থ এবং বিস্তৃত করা হবে, যাতে করে সিলেট অঞ্চলের মানুষ স্বল্প মূল্যে আরো বেশি স্বাস্থ্য সেবা পেতে পারে। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির কার্যকরি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম কোষাধ্যক্ষ এডভোকেট মো: সিদ্দিকুর রহমান, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: আলাউদ্দিন আহমেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি