তিন দিন ধরে বাসা থেকে বের হননা শাবি ভিসি!

তিন দিন ধরে বাসা থেকে বের হননা শাবি ভিসি!

রয়েল ভিউ ডেস্ক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কিলো সড়কে’ বসে কয়েক দিন ধরে উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন। ‘কিলো সড়কটি’ উপাচার্যের বাসভবন থেকে প্রায় ৭০-৮০ ফুট দূরে। শিক্ষার্থীরা মাইক নিয়ে স্লোগান দেওয়ায় কমবেশি সব সমালোচনাই নিজ কানে শুনছেন উপাচার্য। বাসায় থাকা মনিটরে সিসি ক্যামেরায় শিক্ষার্থীদের গতিবিধি ও কর্মকাণ্ড দেখাও স্বাভাবিক। তিনি নিজে গত রবিবার সন্ধ্যা থেকে অর্থ্যাৎ গত তিন দিন ধরে বাসা থেকে বেরোননি।  

খোঁজ নিয়ে জানা গেছে, উপাচার্যের সঙ্গে বাসায় তাঁর স্ত্রী আছেন। বাবুর্চিসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী আছেন। এ ছাড়া বাসভবনের আশপাশে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা তাঁর সঙ্গে গিয়ে দেখা করছেন। শিক্ষার্থীদের আন্দোলন প্রশমিত করতে উদ্যোগ নেওয়ার বিষয়ে উপাচার্য তাঁদের নির্দেশনা দিচ্ছেন।

গত রবিবার বেলা সোয়া তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফার দাবিতে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখেন। ওই দিন বেলা সাড়ে পাঁচটার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে উপাচার্যকে মুক্ত করে তাঁর বাসভবনে নিয়ে যায়। সন্ধ্যা সাতটার দিকে উপাচার্য তাঁর বাসভবনে জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকেন। পরে রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং পরের দিন সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পরপরই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। উপাচার্যের পদত্যাগের দাবিতে সেই থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।