তিন দফা রিমান্ড শেষে কারাগারে এলমার স্বামী

তিন দফা রিমান্ড শেষে কারাগারে এলমার স্বামী

ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী এলমা চৌধুরী মেঘলা হত্যা মামলায় তার স্বামী ইফতেখার আবেদীনকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (২৫ ডিসেম্বর) তিন দফায় মোট সাত দিনের রিমান্ড শেষে ইফতেখারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক আতিকুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা তিন দফায় মোট ৭ দিনের রিমান্ড শেষে ইফতেখারকে আদালতে হাজির করেন।মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত ইফতেখারকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এসময় আসামি পক্ষের আইনজীবী জিল্লুর রহমান তার জামিন আবেদন করেন

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ইফতেখারকে কারাগারে আটক রাখার আদেশ দেন বলে জানিয়েছেন আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর বনানী এলাকায় শ্বশুরবাড়ি থেকে এলমা চৌধুরী মেঘলার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। ঘটনার রাতেই এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বনানী থানায় হত্যা মামলাটি করেন। এতে এলমার স্বামী ইফতেখার আবেদীন, শ্বশুর অবসর প্রাপ্ত লে. কর্নেল মো. আমিন ও শাশুড়ি শিরিন আমিনকেও আসামি করা হয়েছে। তবে আসামিদের দাবি, এলমা আত্মহত্যা করেছেন।