তাহিরপুরে কৃতী শিক্ষার্থীদের  মধ্যে ট্যাব বিতরণ

তাহিরপুরে কৃতী শিক্ষার্থীদের  মধ্যে ট্যাব বিতরণ

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সুনামগঞ্জের তাহিরপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের বঙ্গবন্ধু হলরুমে এই ট্যাবলেট বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ১০২ কৃতী শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট উপহার হিসেবে তুলে দেয়া হয়। ২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবলেটগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।