থিয়েটার মুরারিচাঁদের ৫ দিনব্যাপী  কর্মশালার উদ্বোধন 

থিয়েটার মুরারিচাঁদের ৫ দিনব্যাপী  কর্মশালার উদ্বোধন 

এমসি কলেজ প্রতিনিধি : মুরারিচাঁদ (এমসি) কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের আয়োজনে ৫দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় থিয়েটার মহড়াকক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। কর্মশালায় উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, পালানাটক, নৃত্য ও সংগীত বিষয়ক কর্মশালা প্রদান করা হবে।
থিয়েটার মুরারিচাঁদের সাবেক সভাপতি রেজাউল করীম রাব্বির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ ও কর্মশালার প্রথম দিনের প্রশিক্ষক ঢাকার পালাকার ও নির্দেশক সায়িক সিদ্দিকী। আগামী ২২, ২৩, ২৮ ও ২৯ জুলাই কর্মশালা চলবে বলে জানিয়েছেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি উষা কান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিংকু মালাকার।