দুই ছিনতাইকারীকে একাই ধরলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী 

দুই ছিনতাইকারীকে একাই ধরলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী 

রয়েল ভিউ ডেস্ক:
এ এক সাহসী নারীর গল্প। রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীকে একাই ধরলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বুদ্ধি খাটিয়ে আটক করলেন তার সহকারীকেও। তবে উদ্ধার হয়নি ছিনতাই হওয়া তার মোবাইল ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা। ব্যস্ত মানুষের তখন বাসায় ফেরার তাড়া। রাজধানীর কারওয়ান বাজারের ট্রাফিক সিগন্যালে বাসে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। তার পিছু ছোটেন ওই ছাত্রী।

তবে তাকে ধরতে না পেরে প্রধান সড়কের পাশের দৈনিক ইত্তেফাকের গলিতে এসে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। ঠিক তখনই আরেক ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে ওই গলি দিয়ে পালিয়ে যাচ্ছিল। তার পেছন ছুটছিলেন মোবাইল ফোনের মালিক। এসময় ছিনতাইকারীকে জাপটে ধরেন ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

তার কাছ থেকে পাওয়া মোবাইলের কললিস্ট ঘেঁটে ফোন করেন সহকারীকে। আসতে বলেন কারওয়ান বাজারে। ছিনতাইকারীর সহকারী এলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। তবে নিজের মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেননি ওই শিক্ষার্থী।

পরে দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেন তারা। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের পাঠানো হয়েছে জেলহাজতে।

বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাহসী এমন ভূমিকার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিলছে প্রশংসা।

প্রসঙ্গত, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম পারিশা আক্তার (২৫)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী। তিনি সদরঘাট এলাকার একটি ছাত্রীবাসে থাকেন। গ্রামের বাড়ি চট্টগ্রামে।