দুই ব্যক্তিকে এক লাখ  টাকা জরিমানা

দুই ব্যক্তিকে এক লাখ  টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: লাখাই উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলার কৃষ্ণপুরে পতিত জমি থেকে অবৈধভাবে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গত শুক্রবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এ অর্থদ- করেন। ৫০ হাজার টাকা করে দন্ডপ্রাপ্তরা হলো মুরাকরি গ্রামের নোমান মোল্লা ও সিরাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ছত্তর বন্দের বিল বড় পুটিয়ার ভাটি নামের পতিত জমিটি স্থানীয় এলাকাবাসী গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছিল। সম্প্রতি কতিপয় প্রভাবশালী লোক জমিটি দখল করার অপচেষ্টায় লিপ্ত হয়। গত শুক্রবার বিকেলে তারা এক্সেভেটর মেশিন দিয়ে ওই স্থান থেকে মাটি উত্তোলন করতে থাকেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে মুরাকরি গ্রামের নোমান মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

একই দিন কৃষ্ণপুর ছোট পুটিয়াবিলের পাড়ে খাস জায়গা থেকে এক্সেভেটর মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় অভিযান চালিয়ে একই এলাকার সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
এ সময় লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ জহির আলী সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।