দক্ষিণ ছাতকে ভোকেশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ

দক্ষিণ ছাতকে ভোকেশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ

রয়েল ভিউ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রবাসীদের উদ্যোগে ভোকেশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে। ছাতক উপজেলা এডুকেশন চ্যারিটেবল ট্রাস্ট ইউকে নামের একটি সংগঠন মাধ্যমে ভোকেশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠায় তহবিল গঠন করা হবে।

সম্প্রতি বর্মিংহ্যাম’র এরোমা কপি হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সকল ট্রাস্টিরা অংশ গ্রহণ করেন।

গ্রেইটার সিলেটের সেক্রেটারি খসরু মোহাম্মদ খানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় ট্রাস্টের কনভেনার জামাল উদ্দিন মখদ্দুসের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহŸায়ক এবং গ্রেইটার সিলেটের সাবেক সভাপতি মনছব আলী জে পি, ও যুগ্ম আহবায়ক সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে র সেক্রেটারি ও মো ছানাওর আলী কয়েছের পরিচালনায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর পুলিশ আবাব মিয়া, বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি ওল্ডহ্যামের সভাপতি ও বার্তাবাহক টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক আব্দুল মালিক প্রমুখ। এ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেনট্রাস্টের অন্যতম ট্রাস্টি জাহির আলী ।

এর আগে গত ১৪ জুন হাউস অব কমনস্ েএ ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে ছাতকে একটি ভকেশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় মনছব আলী জে পি কৈতক-হায়দরপুর সড়কের পাশে ইউনিভার্সিটির জন্য জমিদানের ঘোষণা দেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, খসরু মোহাম্মদ খাঁন, আছদ্দর আলী, নুরুজজামান জামাল. মোশাহিদ আলী, মজির উদ্দীন, সরওয়ার হোসেন সুজন, জাহির আলী, আব্দুল মালিক, বশীর আহমদ, ছয়ফুল আলম সুফিয়ান, জুবের উদ্দীন আলী, দিলবর আলী, আব্দুল করিম নানু, তফজ্জুল আলী, আনোয়ার হুসেন, সৈয়দ কমর আলী, আবদুস শহীদ চৌধুরী, কবীর খান, আলহাজ্ব ইসরাব আলী,আলহাজ্ব তৈমুছ আলী,কামরুল ইসলাম, জয়নাল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে কবীর খান(খাগ হাটা), শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল হাসিম (বুরাইয়া), ইসরাব আলী, কামরুল ইসলাম, ময়না মিয়া (বুরাইয়া) আব্দুস শহীদ চৌধুরী (গন্ধর্বপুর), জয়নাল মিয়া (জঠি)কে ট্রাস্টি করা হয়।