দক্ষিণ সুরমা উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আলোচনা সভা

দক্ষিণ সুরমা উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আলোচনা সভা


দক্ষিণ সুরমা উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও   ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১, ৪২নং ওয়ার্ড সমন্বয় কমিটির উদ্যোগে পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নগর পরিক্রমা, আলোচনা সভা, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৬ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে নগর পরিক্রমা এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী।
দ্বিতীয় পর্বে গীতা পাঠ ও ভক্তিমূলক গান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

দক্ষিণ সুরমা উপজেলা সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মনমোহন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রজত ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক প্রতাপ চৌধুরী, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, প্রদীপ কুমার দেব মনা, এডভোকেট দেবদূত চৌধুরী লিটন , সুযোগ চন্দ, রাজ কুমার পাল রাজু, নন্দন পাল, যশুদা  রঞ্জন দেব যশু, পিনাক কর, রিপন বৈদ্য, সুকুমার চন্দ প্রমুখ। 
বুধবার সকালে নগর পরিক্রমাটি শিববাড়িস্থ শিবমন্দির থেকে বের হয়ে হুমায়ুন রশিদ চত্বর, কদমতলী পয়েন্ট সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিব মন্দিরে গিয়ে পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় মিলিত হয়।-বিজ্ঞপ্তি